
খুলনা প্রতিনিধি : খুলনা আর্ট একাডেমির ১৬তম ব্যাচের ভর্তি উপলক্ষে এক অবাক করা মুহূর্ত।খুলনা আর্ট একাডেমির ১৬তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলাকালীন এক আবেগঘন মুহূর্তে অবাক হয়ে গেলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। কারণ, ভর্তি হতে এসে তাঁর সামনে হাজির হয়েছেন বন্যা বাছাড় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের এক প্রতিভাবান শিক্ষার্থী।দূরপথ পেরিয়ে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে তাঁর কাকাকে সঙ্গে নিয়ে খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং (২০২৫)-এর ১৬তম ব্যাচে ভর্তি হয়েছে বন্যা।চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান,“২০১০ সাল থেকে এ পর্যন্ত ১৫টি ব্যাচ অতিক্রম করেছি, কিন্তু এমন অনন্য ঘটনা আগে ঘটেনি।”কারণ, ভর্তি হতে এসে বন্যা সঙ্গে এনেছিল তাঁর নিজ হাতে আঁকা চিত্রশিল্পী মিলন বিশ্বাসের প্রতিকৃতি। এই হৃদয়স্পর্শী উপহার পেয়ে মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত হন এবং বন্যাকে আশীর্বাদসহ একটি ছোট্ট উপহার প্রদান করেন।বন্যা বাছাড় জানান, ২০২৪ সালে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে পারেনি। এবার সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার পাশাপাশি আবারও চারুকলা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে একাডেমিতে ফিরে এসেছে।বন্যা দীর্ঘদিন ধরে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শিল্পকর্ম ও কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করে আসছে, যা তার প্রেরণার অন্যতম উৎস।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “বন্যার মতো পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ শিক্ষার্থীরাই আমাদের আসল অনুপ্রেরণা।সে যে স্বপ্ন নিয়ে আবারও চারুকলার পথে এসেছে, আমরা সকলে চাই সেই স্বপ্ন পূর্ণ হোক।”আসুন, আমরা সকলে বন্যা বাছাড়ের জন্য শুভকামনা ও আশীর্বাদ জানাই যাতে তার প্রতিভা, একাগ্রতা ও শিল্পপ্রেম দেশের মুখ উজ্জ্বল করে এবং পরিবারের মুখে আনন্দের হাসি ফোটায়।