
পিরোজপুর অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাওগাতুল ইসলাম সগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ। দিনব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করা হবে। বক্তারা আরও বলেন, প্রতিটি সদস্য সংগ্রহ ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, যা সদস্যদের দলের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা বৃদ্ধি করবে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। নেতারা বলেন, বিএনপি হচ্ছে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং নতুন প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত করবে।