শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাক্ষরিত হলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫ জুলাই যোদ্ধাদের দাবিতে অঙ্গীকারনামার ৫ম দফায় সংশোধন: অধ্যাপক আলী রীয়াজ পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত আর ললিপপ নয়, তাই ৫০ হাজার শূন্যপদের দাবীতে রাজপথে হবু শিক্ষক-শিক্ষিকা। গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা—জানুয়ারির নির্বাচনে মূল চ্যালেঞ্জ” চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট চট্টগ্রামের ইপিজেডে বেড়েছে আগুনের তীব্রতা, নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা হিন্দু দাদা নকুল কুমার হঠাৎ মাহফিলের মাঠে ৩নকত্র একসাথে কবির বিন, সামাদ,নকুল কুমার ,জাহাঙ্গীরআলম এখন ঝুঁকিতে আধ্যাত্মিক সাধক নুরুজ্জামান মিলনের জীবন পিরোজপুরে প্রায়ত সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশ নারী দলের
/ ১০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। স্বর্ণা আক্তার, মারুফা আক্তারদের তোপে পাকিস্তান মাত্র ১২৯ রানে অলআউট হয়। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান।রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের। দলীয় ৭ রানে ফারজানা হক (২) আউট হন। এরপর শারমিন আক্তারও ফেরেন ৩০ বলে ১০ রান করে। তবে চাপ সামলে নেন রুবাইয়া হায়দার। প্রথমে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৬২ রানের জুটি, পরে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে ম্যাচ বের করে মাঠ ছাড়েন তিনি।নিগার ২৩ রান করেন, সোবহানা ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। আর রুবাইয়া খেলেন অপরাজিত ৫৪ রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৭৭ বলে ৮টি চারের মার।এর আগে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই পেসার মারুফা আক্তার পরপর দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন। দুজনই ফেরেন শূন্য রানে। ২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান।রামিনা শামিম (২৩) ও মুনিবা আলি (১৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন দুজনেই। পরে সিদরা নওয়াজও (১৫) রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন।৬৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে ভরসা দিতে চেষ্টা করেন আলিয়া রিয়াজ (১৩) ও ফাতিমা সানা (২২)। কিন্তু নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন তাদের জুটি ভেঙে দেন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পুরো দল।বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট।এই জয়ে দুর্দান্ত সূচনা করল নিগার সুলতানার দল।এক নজরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেন। স্বর্ণা আক্তার মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় ৩ উইকেট নেন। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন ২/৩১ (৭ ওভার), যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। ফলে ৩৮.৩ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১২৯ রানে। নারীদের আত্মবিশ্বাসী ব্যাটিং টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক দ্রুত ফিরে গেলেও (২ রান), চাপ সামলে নেন রুবিয়া হায়দার। রুবিয়া হায়দার ৫৪ রান (৭৭ বল, ৮ চার)* করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও দলের ভিত গড়ে দেন। শেষদিকে সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংস (২৪* রান ১৯ বলে, ৬ চার) জয়কে আরও সহজ করে তোলে। ৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.