
বিশেষ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাফ জানিয়ে দিয়েছে—তাদের তিনটি প্রধান শর্ত পূরণ না হলে দলটি অন্তর্বর্তী সরকারের আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান স্পষ্ট করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। তার ভাষায়, “ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এবং রাজনৈতিক ন্যারেটিভ বাদ দেওয়া হয়েছে। আরও বড় সমস্যা হলো—এই সনদ পুরোপুরি রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয়নি।নাহিদ ইসলাম বলেন, “গণমানুষের দাবি পূরণ না করে যদি শুধু একটি কাগজে স্বাক্ষর নেয়া হয়, তাহলে সেটা হবে জনগণের সঙ্গে প্রতারণা। এনসিপি এমন কিছুতে অংশ নেবে না।
এনসিপির দেওয়া তিনটি শর্ত:
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট প্রশ্নপত্র আগেই প্রকাশ করতে হবে।
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সনদের কার্যকর আদেশের পূর্ণাঙ্গ টেক্সট এবং গণভোটে উত্থাপিত প্রশ্নগুলো চূড়ান্ত করে আগে থেকেই জনসমক্ষে আনতে হবে।
বাস্তবায়ন আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মাধ্যমে।
এনসিপির মতে, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; বরং জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। তাই এই আদেশ প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক জারির মাধ্যমে কার্যকর হতে হবে।
গণভোটের রায় চূড়ান্ত হবে, কোনো ‘নোট অব ডিসেন্ট’ গ্রহণযোগ্য নয়।
যদি জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে কোনো ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকবে না। সেই রায়ের ভিত্তিতেই নতুন নির্বাচিত সংসদ গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধান সংস্কার করবে, যার নতুন নাম হবে: বাংলাদেশ সংবিধান, ২০২৬।
নির্বাচন নিয়েও স্পষ্ট অবস্থান
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও কার্যক্রম না আসায় আমাদের প্রস্তুতি আটকে আছে।তিনি বলেন, এনসিপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সঙ্গে প্রতারণা করতে চায় না। তাই সনদ স্বাক্ষরের আগে পরিষ্কার কাঠামো ও প্রতিশ্রুতি চাই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষরের আগে তিনটি স্পষ্ট শর্ত দিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা ও সাংবিধানিক বাস্তবতা। এ অবস্থান আগামী দিনের রাজনৈতিক চুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।