
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, হরিরামপুর উপজেলার জনপ্রিয় ও ত্যাগী নেতা শফিক বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বারবার কারা নির্যাতিত, শত জেল-জুলুম, মামলা ও হামলার পরও জাতীয়তাবাদী দল বিএনপি’র নীতি ও আদর্শ থেকে এক চুলও বিচ্যুত না হওয়া এই জননন্দিত নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজেকে একজন নির্ভীক ও আদর্শবান কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং নিষ্ঠার সাথে হরিরামপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
গণমানুষের ভালোবাসায় তিনি টানা তিনবার গালা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। শিক্ষা জীবনেও তিনি ছিলেন কৃতী। আনন্দমোহন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতা সহ একাধিক রোগে আক্রান্ত হলেও শফিক বিশ্বাস এখনও সাধারণ মানুষের কল্যাণে বাড়ি থেকে গভীর রাত পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন—
“আমার পূর্বপুরুষরাও জনগণের কল্যাণে নিজেদের বিলিয়ে দিয়েছেন। আমি আজীবন তাদের সেই পথ অনুসরণ করতে চাই। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত জনগণের পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই।তিনি তার মানিকগঞ্জ জেলা সহ দেশবাসীর কাছে দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এদিকে তার রোগ মুক্তি কামনা করেছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল , সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও মুক্তি কামনা করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন ভূঁইয়া। সেন্টার সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের যুগ্নু মহাসচিব ওবায়দুল ইসলাম, একটু বুলবুল, সাংগঠনিক সম্পাদক কে এম মোহাম্মাদ হোসেন রিজভী, মোঃ মনির বিশ্বাস, শাহনাজ আলম রোমানা, শাহ কামাল সবুজ, মোঃ আবুল হোসেন, শাহিন আলম আশিক, নুরুদ্দিন পাটোয়ারী প্রমূখ।