
ডেস্ক রিপোর্ট : ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বিএনপির নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা জানান।হুমায়ুন কবির বলেন, ‘ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে, হি উইল বি লিডিং বিএনপি কামিং ইলেকশন।কবে তারেক রহমান দেশে ফিরবেন-এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। ডেট যখন ফিক্সড হবে, তখন আপনারা জানতে পারবেন।প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘প্রধান উপদেষ্টা ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, তার বক্তব্যে বিষয়টা প্রাধান্য পেয়েছে। আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি, যাতে এটা কার্যকর হয়। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ইট ওয়াজ রিপ্রেজেন্টেশন একরোজ পলিটিক্যাল পার্টিস, ইটস ওয়াজ টু সো দ্যাট বাংলাদেশ ইজ ইউনিফাইং অ্যান্ড বাংলাদেশ স্ট্যান্ডস হাই ইন ইন্টারন্যাশনাল ফোরাম।গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জেএফকে বিমান বন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণকারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে হুমায়ুন বলেন, ‘ডিম ছুঁড়ে মারার ঘটনা এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট করে না বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র তা আবার প্রমাণিত হয়েছে।