
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সোসাইটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, “খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি আনবে বলে আশা করি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও মোঃ তারেক আনাম সুমন।সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও সোসাইটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১ নং ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, ২ নং ইউনিটের পরিচালক মোঃ মিজানুর রহমান, ৩ নং ইউনিটের পরিচালক প্রভাষক জিয়াউর রহমান, ৪ নং ইউনিটের পরিচালক মোঃ আসাদুজ্জামান সেলিম মাতুব্বর, ৫ নং ইউনিটের পরিচালক মোঃ মোতালেব হাওলাদার মতিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।